বুধবার, ১৫ জুন, ২০১১

পুরাতন প্রতিকৃতির মত দেখতে কালার কারেকশন বা vintage color correction

এই ফল আমি অর্জন করতে ব্যবহার করেছি 
  • Levels ৪ বার 
  • Hue/Saturation ৩ বার
  • Color Balance ২ বার 
  • Curves এক বার
আপনি এখানে এই টিউটোরিয়ালটি যথাযথভাবের ধাপ অনুসরণ করার জন্য এই ছবি ডাউনলোড করতে পারেন

Step 1 - কন্ট্রাস্ট বাড়ানো - 
প্রথমে আমরা কন্ট্রাস্ট বরণ দিয়ে শুরু করব ....প্রথমে new adjustment layer - Levels নিয়ে   Input Levels  এ এই  12; 1,00; 243. নাম্বার গুলো দিয়ে ছবিটার কন্ট্রাস্ট বাড়াব |
এবার  সব লেয়ার্স এর উপরে Color Balance adjustment layer নিয়ে  নিচে দেখানো সেটিংস এর মতো করে সেটিংস সেট করতে হবে |

Step 2 - Warmer কলর প্যালেট 
প্রথম রং পরিবর্তনের সঙ্গে শুরু  করি ,  desaturate করার জন্য  সব লেয়ার এর উপরে নতুন  adjustment layer Hue/Saturation যোগ করতে হবে তারপর  Hue/Saturation ভ্যালু  -৩০ তে সেট করুন |
এরপর আবার সবার উপরে  নতুন  adjustment layer Levels নিয়ে নিচে দেখানো ছবির মতো ভ্যালু সেট করুন

আপনার ছবি টি নিচে একটি প্রদর্শিতের মত দেখতে হবে :
 Step 3 - চূড়ান্ত adjustments : 
 শেষ ফিনিশিং টাচ এর জন্য একটি নতুন adjustment hue saturation লেয়ার নিয়ে তাতে নিচে দেখানো ছবির মতো হলুদ রং এর স্যাচুরেশন -৩০ করে দাও

এর শেষ রেজাল্ট তা হবে এই রকম 
বি দ্র : এই টিউটোরিয়াল টি 
http://blog.pelleron-art.com/2011/06/how-to-create-summery-vintage-portraits.html থেকে নেওয়া ....আমি খালি এটির বাংলা অনুবাদ করে এখানে দিলাম 
শুভ ব্লগিং

রবিবার, ১২ জুন, ২০১১

ফটোশপ এর ব্রাশ

ফটোশপ এর ব্রাশ কি ?
ফটোশপ ওপেন করলে বাম দিকের মেনুতে একটি ব্রাশের ছবি দেখা যায়....এই ব্রাশের সাহায্যে আমরা কোনো ছবির উপরে রং করতে পারি অথবা যদি কোনো ছবি বা টেক্সট কে বার বার ব্যবহার করতে চাই তাহলে সেই ছবি বা টেক্সট কে সিলেক্ট করে কাস্টম ব্রাশে পরিনত করা যায় ও বিভিন্ন সাইজে ব্যবহার করা যায় 
এখানে আমি কিছু দারুন দারুন কাস্টম ব্রাশের হদিস দিলাম ....এই ব্রাশ গুলোকে ডাউনলোড করে ফটোশপে ড্রাগ ও ড্রপ মানে....মাউস দিয়ে টেনে এনে ব্রাশ মেনুতে নিয়ে গিয়ে ফেললেই হলো....সেগুলোকে ব্যবহার করা যাবে |






এবার থেকে প্রতি মাসে আরও আসবে ......

শনিবার, ১১ জুন, ২০১১

একটি পেশাদারীর মত Retouch ত্বক কি ভাবে বানাবে? 
এই টিউটোরিয়াল গুলি আমি অনেক দিন ধরে খুঁজেছি  যে কিভাবে কোনো ম্যাগাজিনে ফিল্ম স্টারের ত্বক কে মসৃন করা হয় ? এ সব ই ফটোশপের ম্যাজিক ...

তাই এবারে আমি তার কিছু লিঙ্ক দিলাম.....বাংলা তে অনুবাদ করার মতো সময় নেই...পরে একদিন বাংলাতে অনুবাদ করে নিজের করা টিউটোরিয়াল দেব ....
সাথে ছবি আছে তাই বুঝতে সমস্যা হবে না 
তোমরা এবার চেষ্টা করে দেখো...

মঙ্গলবার, ৭ জুন, ২০১১

ফটোশপ এর স্টাইল

আজকের বিষয় হল স্টাইল , ফ্যাশন স্টাইল নয় এটি হলো ফটোশপ এর স্টাইল ....সেটি কি ?
সেটি হলো আমরা যখন কোনো  টেক্সট টাইপ করি তখন সেটিকে নানান এফেক্টস যেমন রুপোলি বা সিলভার , সোনালী বা সোনার স্টাইলে লেখার জন্যই স্টাইল ব্যবহার করতে হয় |

এই স্টাইল আপনি পাবেন ফটোশপের ডান দিকে লেয়ার মেনুর ( যেখানে আমরা লেয়ার্স দেখতে পাই ) এক দম নিচের বাম দিকে F বা Fx বলে যে গোল মতো আইকন আছে সেটি ই  হলো স্টাইলের আইকন - এটির দ্বারা আমরা কোনো জিনিসের যেমন টেক্সট এর উপরে শ্যাডো, বেভেল, গ্লো ইত্যাদি দিতে পারি |
এটি প্রায় সবাই যারা ফটোশপ জানে তারা এই স্টাইল এর ব্যাপারে ছোট খাটো এফেক্টস জানে.... কিন্তু এখানে আমি কিছু রেডিমেড স্টাইল দিচ্ছি যার দ্বারা তোমরা উপকৃত হবে |



ফটোশপের উপরে উইন্ডজ মেনুতে গিয়ে ক্লিক করলে যে পুল ডাউন মেনু বেরোবে তাতেই স্টাইল এর অপশন আছে
, আমার দেওয়া স্টাইল ডাউনলোড করে ড্র্যাগ করে ফটোশপে নিয়ে আসলেই স্টাইল এর মেনু বক্সে সেই সব এফেক্টস দেখা যাবে .... এবার খালি টেক্সট লেয়ারে সিলেক্ট করে নিজের পছন্দ মতো স্টাইল এ ক্লিক করলেই সেই এফেক্ট টি সেই লেয়ার এর উপরে চলে আসবে ....

ফটোশপ ফাইল আর স্টাইল ফাইল টির জন্য এখানে ক্লিক কারো 
 style file    

তাহলে আর দেরী কেন ? শুরু হয়ে যাও
বকেহ বা ব্লার  ব্যাকগ্রাউন্ড

বুধবার, ১ জুন, ২০১১

তরল গোলাপ ফুল টিউটোরিয়াল !

আমি খুব দুঃখিত যে হটাত করে আমাকে একটু বাইরে যেতে হয়ে ছিল... তাই ব্লগে আসতে না পারার জন্য আমায় ক্ষমা  করে দিন | কথা দিলাম এর পর আমি খুব বেশি করে পোস্ট দেব :-)

 তাই তাড়াতাড়ি করে এই টিউটরিয়াল টি লিখে পোস্টালাম !

তরল গোলাপ ফুল টিউটোরিয়াল 



দেখতে ভালো লাগলেই যে খুব কঠিন হবে এমন কোনো কথা নেই....আপাত দৃষ্টিতে দেখতে সুন্দর লাগলেও এই ফটোশপ ইফেক্ট টি বানানো খুব সোজা |
এটি বানানোর জন্য আমি কিছু ছবির সাহায্য নিয়েছি , এখানে সেই লিঙ্ক গুলো দিলাম |
  
  
প্রথমেই আমরা চাই একটি সুন্দর দেখতে গোলাপ ফুলের ছবি, এটি  গোলাপ না হয়ে যেকোন ফুল ও হতে পারে...খালি দেখতে হবে, যেন ব্যাকগ্রাউন্ড  টা একটু ডার্ক বা কালচে হয় |
এর পর আমাদের দরকার কিছু দুধের হাই স্পিড এ তোলা ছবি , মানে দুধ অথবা কোনো রং কে বাতাসে ছুড়ে দিয়ে তার তোলা ছবি , এগুলি আজকাল advertising  এ খুব চলছে
background এর জন্য কিছু  ঘোলাটে বা ব্লার ডটস , যাকে ইংলিশ এ বলা হয় বোয়েখ ইমেজ |
 আমাদের উপকরণ এবার তৈরী হয়ে গেলে ফটোশপ খুলে সেখানে গোলাপের ছবিটা ওপেন করব | আর এরপর দুধের ফট গুলি কে একে এক করে দেখে আমাদের এমন কিছু ফটো বাছতে হবে যেটিকে গোলাপের পাপড়ির উপরে লাগানো যায় |
এমন  ই একটি দুধের ফটো কে ফটোশপে ওপেন করতে হবে |
এবার সিলেক্ট অপশন এ গিয়ে আমরা " কালার রেন্ঞ্জ" টা সিলেক্ট করব.... এবার তাতে ড্রপার দিয়ে আমরা দুধের ছবিটা কে ক্লিক করব...এটাতে সাদা অংশ টা সিলেক্ট হয়ে যাবে....কালার রেঞ্জ এর কাজ হলো আমরা যে যে কালার চাই সেটা তে ক্লিক করলেই সেই অংশটা সিলেক্ট করে নেয় | যদি দেখা যায় পুরো দুধের পার্ট টা সিলেক্ট হচ্ছে না তাহলে সিফট টিপে যে যে জায়গা গুলো সিলেক্ট করতে চাই সেখানে ড্রপার দিয়ে ক্লিক করে করে সিলেক্ট করতে হবে |
পুরোটা হয়ে গেলে এবার ওকে করে দেব | ওকে করলেই দেখাযাবে যে দুধের ছবিটার ওপরে সিলেকশন হয়ে গেছে |

 


এবার আমাদের কে এর কালো backgraund টা বাদ দিয়ে আসল ফটোটা কে নিতে হবে , এর জন্য অনেক গুলো উপায় আছে, যেমন ইনভার্ট ( কন্ট্রোল I ) করে ডিলিট টিপে ওটাকে মুছে দেওয়া অথবা ডান দিকের লেয়ার মেনুতে গিয়ে একদম নিচে মাস্ক এর আইকন এ ক্লিক করা ....এতে দুধের ছবিটা থেকে যাবে আর কালো অংশটা লুকিয়ে থাকবে | 
মাস্কিং এর মজা হলো এতে আমরা একটা ছবির কিছু মুছছি না বা ডিলিট করছি না...খালি যেটা চাই না তাকে লুকিয়ে রাখছি...মাস্ক এ ক্লিক করলেই দেখা যাবে লেয়ার এর পাশে আর একটা কালো লেয়ার তৈরী হলো.....সেখানে যে যে অংশটা সাদা সেটা ভিসিবল বা দৃশ্যমান আর যে অংশটা কালো সেটি অদৃশ্য ...
এই ভাবে যতগুলো খুশি দুধের ছবিকে সিলেক্ট করে মাস্কিং করে রাখলাম |

এইবারে নিজের মর্জি মতো সেই দুধের ছবিগুলোকে কপি করে গোলাপ ফুলের পাপড়ি গুলোর উপরে লাগিয়ে দেখতে হবে কেমন লাগছে , এটি দেখার জন্যে দুধের ছবি গুলোকে একটু ট্রান্সপারেন্ট করে নিলে ভালো হয় |
যখন দেখবে যে গোলাপের পাপড়ির উপরে দুধের ছবিটা ঠিক মতো বসে গেছে , তখন মাস্ক এর বোতাম টিপে যে অংশটা চাও না, সেটার জন্য কালো রং সিলেক্ট করে ব্রাশ দিয়ে হালকা করে মুছতে থাক....এই ভাবেই  ছবিতে দেখানোর মতো করে গোলাপের আসল পাপড়ি তার সাথে দুধের ছবিটা মিশিয়ে দিতে হবে ...এমন করে যাতে মনে হয় এটি পাপড়ির একটি অংশ |






এরপর আর কি ? হ্যা , দুধের সাদা রংটা কে গোলাপের পাপড়ির রং এর সাথে মেশাতে হবে তো?
খুব সোজা...লেয়ার মেনুর একদম বাম দিকের নিচে FX এ যাও ওখানে ক্লিক করে  গ্রেদিয়ান্ট অভার্লেয় তে গিয়ে লিনিয়ার বার্ন  এ ব্লেন্ড করে নাও....( ছবিতে দেখানো আছে )



এইভাবে বাকি দুধের ফোটো গুলোকেও  এই ভাবে একই পদ্ধতিতে পাপড়ির সাথে মিশিয়ে দাও....দেখো দারুন একটি এফেক্ট তৈরী হবে !





এবার শেষ অংশ....ফোটো টিকে আরও সুন্দর দেখানোর জন্য আমি কিছু ঘোলাটে  গোল গোল বোয়েখ ইমেজ কে নিয়ে গোলাপ ফুল এর ফাইলে গিয়ে পেস্ট করব আর আগের মতই মাস্ক ইফেক্ট বা কিছু অংশ মুছে দেব যাতে গোলাপের পিছনে যেন এই রকম কিছু আউট অফ ফোকাস অংশ দেখা যায়....

ব্যাস ! তোমার তরল গোলাপ তৈরী !

এ ব্যাপারে কোনো কিছু  জানার থাকলে আমাকে মেল কর বা কমেন্টস কর, আমি উত্তর দেব |

Popular Posts