সোমবার, ২ মে, ২০১১

মোশন গ্রাফিক্স কি? খায় না মাথায় দেয়?



মোশন গ্রাফিক্স কি? খায় না মাথায় দেয়? 
মোশন গ্রাফিক্স ডিজাইন হল গ্রাফিক ডিজাইনের ই একটি ভাগ বা অংশ , যেটিকে টেলিভিশন, ফিল্ম অথবা অন্য যেকোন নতুন ভিজুয়াল মিডিয়ামের জন্য ব্যবহার করা হয় | যেমন কোন ফিল্ম দেখার আগে আমরা যে টাইটেল এনিমেশন ( কলাকুশলী দের নামের কারিকুরি) দেখি বা টিভি তে কোন সিরিয়াল দেখার আগে যে সেই সিরিয়ালটির নাম এর এনিমেশন দেখি অথবা ওয়েব সাইট এর ব্যানারে যখন কোন নাম ঘুরতে ঘুরতে সামনে আসে.... এইগুলো কেই  মোশন গ্রাফিক্স ডিজাইন বলে |
দুখের কথা হলো, এখনো পর্যন্ত এটি খুব একটা লোক চক্ষুর সামনে আসেনি , আমরা প্রতি নিয়ত আমাদের চোখের সামনে এই মোশন গ্রাফিক্স দেখে চলেছি...কিন্তু জানিনা এটি কি করে হয় বা করা করে | এই আর্ট ফর্ম টা কিন্তু আজকের নয় , কয়েক দশক ধরে এটি চলে আসছে...আশাকরি এই কলাকৃতি টি সৃকৃতি আর খ্যাতি পাবে |


মোশন গ্রাফিক্স ডিজাইনার হতে হলে কি কি সফটয়ার জানা জরুরী? 


আমি প্রথমেই বলব , সফটয়ার জানার আগে জরুরি হল ডিজাইনিং সেন্স | যারা আকতে ভালোবাসো, আল্পনা দিতে ভালোবাসো তাদের জন্য এই ফিল্ড খুব ভালো |
সফটয়ার  এর মধ্যে প্রথম হল এডোবি ফটোশপ , এটি হল ডিজাইনিং এর প্রথম আর প্রাইমারি সফটয়ার |
এরপর আছে আফটার এফেক্টস , সিনেমা ৪ ডি, থ্রি ডি ম্যাক্স , মায়া , লায়টওয়েভ ইত্যাদি |
প্রকৃতপক্ষে , এই ডিজাইনিং এ কোন সফটয়ার বন্ধন নেই...যা খুশি যেরকম পারো ব্যবহার করতে পারো খালি রেজাল্ট ভালো আসলেই হলো |

তাহলে আর কি? আজ থেকেই শুরু করে দাও !!!


1 টি মন্তব্য:

Popular Posts