টাইপোগ্রাফি হল টাইপ মানে অক্ষর নিয়ে সাজানোর কলা ও কৌশল | বিভিন্ন ধরণের অক্ষর কে নানা পদ্ধতিতে সাজানো কে ই বলে টাইপোগ্রাফি
আধুনিক যুগের টাইপোগ্রাফির বৃত্ত টা অনেক বড় যেমন :
১. টাইপ ডিজাইনিং ( এগুলোকে আর বাংলা অনুবাদ করলাম না ...চলতি ইংলিশ শব্দ গুলো কম্পিউটার এর ভাষায় বুঝতে সুবিধা হবে ) - যেকোন রকমের অক্ষর সাজানো
২. ক্যালিগ্রাফি - অক্ষর চিত্র , এটি প্রাচীন কাল থেকে চলে আসছে , এই পদ্ধতির জন্য দরকার হয় বিশেষ ধরণের তুলি ও কলম | বিশেষ করে চীন ও আরবিক দেশে বহুল প্রচলিত |
৩. গ্রাফিটি - পশ্চিমী আর্ট , এর কোন নির্দিষ্ট নিয়ম নেই , কোনো মিডিয়াম ও নেই... যেভাবে খুশি দুমড়ে মুচড়ে শব্দ কে লেখা যায় | এটি পপ কালচারের এক টি গুরুত্বপূর্ণ অঙ্গ |
৪.পোস্টার ডিজাইন - সিনেমার পোস্টার ডিজাইনে যে ধরণের ফন্ট নেওয়া হয় বা ব্যবহার করা হয় |
৫. টাইটেল অনিমেসান - সিনেমার প্রথমে বা শেষে কলাকুশলী দের নাম দেখানোর জন্য এই ধরণের টাইপোগ্রাফিব্যবহার করা হয় |
৬. লোগো ডিজাইনিং - যেকোন ধরণের লোগো বা প্রতিক বানানোর জন্য টাইপোগ্রাফি দরকার হয় |
আসুন কিছু টাইপোগ্রাফি কাজ দেখে নেওয়া যাক
যেমন ধরুন আপনার নিজের নামটাকে সোজা ভাবে না লিখে প্রথম অক্ষর টা একটু বড় করে লিখলেন, কিংবা প্রথম অক্ষর টার রং অন্যদের থেকে আলাদা করে দিলেন , এই কৌশল গুলোকেই একত্রে টাইপোগ্রাফি বলা হয়|
১. টাইপ ডিজাইনিং ( এগুলোকে আর বাংলা অনুবাদ করলাম না ...চলতি ইংলিশ শব্দ গুলো কম্পিউটার এর ভাষায় বুঝতে সুবিধা হবে ) - যেকোন রকমের অক্ষর সাজানো
২. ক্যালিগ্রাফি - অক্ষর চিত্র , এটি প্রাচীন কাল থেকে চলে আসছে , এই পদ্ধতির জন্য দরকার হয় বিশেষ ধরণের তুলি ও কলম | বিশেষ করে চীন ও আরবিক দেশে বহুল প্রচলিত |
৩. গ্রাফিটি - পশ্চিমী আর্ট , এর কোন নির্দিষ্ট নিয়ম নেই , কোনো মিডিয়াম ও নেই... যেভাবে খুশি দুমড়ে মুচড়ে শব্দ কে লেখা যায় | এটি পপ কালচারের এক টি গুরুত্বপূর্ণ অঙ্গ |
৪.পোস্টার ডিজাইন - সিনেমার পোস্টার ডিজাইনে যে ধরণের ফন্ট নেওয়া হয় বা ব্যবহার করা হয় |
৫. টাইটেল অনিমেসান - সিনেমার প্রথমে বা শেষে কলাকুশলী দের নাম দেখানোর জন্য এই ধরণের টাইপোগ্রাফিব্যবহার করা হয় |
৬. লোগো ডিজাইনিং - যেকোন ধরণের লোগো বা প্রতিক বানানোর জন্য টাইপোগ্রাফি দরকার হয় |
আসুন কিছু টাইপোগ্রাফি কাজ দেখে নেওয়া যাক
এই টাইপোগ্রাফি ডিজাইন গুলোর ভিড়িও টিউটোরিয়াল গুলো কোথায় পাওয়া যাবে।
উত্তরমুছুনবিস্তারিত জানতে ইচ্ছুক ।
উত্তরমুছুন