বুধবার, ১ জুন, ২০১১

তরল গোলাপ ফুল টিউটোরিয়াল !

আমি খুব দুঃখিত যে হটাত করে আমাকে একটু বাইরে যেতে হয়ে ছিল... তাই ব্লগে আসতে না পারার জন্য আমায় ক্ষমা  করে দিন | কথা দিলাম এর পর আমি খুব বেশি করে পোস্ট দেব :-)

 তাই তাড়াতাড়ি করে এই টিউটরিয়াল টি লিখে পোস্টালাম !

তরল গোলাপ ফুল টিউটোরিয়াল 



দেখতে ভালো লাগলেই যে খুব কঠিন হবে এমন কোনো কথা নেই....আপাত দৃষ্টিতে দেখতে সুন্দর লাগলেও এই ফটোশপ ইফেক্ট টি বানানো খুব সোজা |
এটি বানানোর জন্য আমি কিছু ছবির সাহায্য নিয়েছি , এখানে সেই লিঙ্ক গুলো দিলাম |
  
  
প্রথমেই আমরা চাই একটি সুন্দর দেখতে গোলাপ ফুলের ছবি, এটি  গোলাপ না হয়ে যেকোন ফুল ও হতে পারে...খালি দেখতে হবে, যেন ব্যাকগ্রাউন্ড  টা একটু ডার্ক বা কালচে হয় |
এর পর আমাদের দরকার কিছু দুধের হাই স্পিড এ তোলা ছবি , মানে দুধ অথবা কোনো রং কে বাতাসে ছুড়ে দিয়ে তার তোলা ছবি , এগুলি আজকাল advertising  এ খুব চলছে
background এর জন্য কিছু  ঘোলাটে বা ব্লার ডটস , যাকে ইংলিশ এ বলা হয় বোয়েখ ইমেজ |
 আমাদের উপকরণ এবার তৈরী হয়ে গেলে ফটোশপ খুলে সেখানে গোলাপের ছবিটা ওপেন করব | আর এরপর দুধের ফট গুলি কে একে এক করে দেখে আমাদের এমন কিছু ফটো বাছতে হবে যেটিকে গোলাপের পাপড়ির উপরে লাগানো যায় |
এমন  ই একটি দুধের ফটো কে ফটোশপে ওপেন করতে হবে |
এবার সিলেক্ট অপশন এ গিয়ে আমরা " কালার রেন্ঞ্জ" টা সিলেক্ট করব.... এবার তাতে ড্রপার দিয়ে আমরা দুধের ছবিটা কে ক্লিক করব...এটাতে সাদা অংশ টা সিলেক্ট হয়ে যাবে....কালার রেঞ্জ এর কাজ হলো আমরা যে যে কালার চাই সেটা তে ক্লিক করলেই সেই অংশটা সিলেক্ট করে নেয় | যদি দেখা যায় পুরো দুধের পার্ট টা সিলেক্ট হচ্ছে না তাহলে সিফট টিপে যে যে জায়গা গুলো সিলেক্ট করতে চাই সেখানে ড্রপার দিয়ে ক্লিক করে করে সিলেক্ট করতে হবে |
পুরোটা হয়ে গেলে এবার ওকে করে দেব | ওকে করলেই দেখাযাবে যে দুধের ছবিটার ওপরে সিলেকশন হয়ে গেছে |

 


এবার আমাদের কে এর কালো backgraund টা বাদ দিয়ে আসল ফটোটা কে নিতে হবে , এর জন্য অনেক গুলো উপায় আছে, যেমন ইনভার্ট ( কন্ট্রোল I ) করে ডিলিট টিপে ওটাকে মুছে দেওয়া অথবা ডান দিকের লেয়ার মেনুতে গিয়ে একদম নিচে মাস্ক এর আইকন এ ক্লিক করা ....এতে দুধের ছবিটা থেকে যাবে আর কালো অংশটা লুকিয়ে থাকবে | 
মাস্কিং এর মজা হলো এতে আমরা একটা ছবির কিছু মুছছি না বা ডিলিট করছি না...খালি যেটা চাই না তাকে লুকিয়ে রাখছি...মাস্ক এ ক্লিক করলেই দেখা যাবে লেয়ার এর পাশে আর একটা কালো লেয়ার তৈরী হলো.....সেখানে যে যে অংশটা সাদা সেটা ভিসিবল বা দৃশ্যমান আর যে অংশটা কালো সেটি অদৃশ্য ...
এই ভাবে যতগুলো খুশি দুধের ছবিকে সিলেক্ট করে মাস্কিং করে রাখলাম |

এইবারে নিজের মর্জি মতো সেই দুধের ছবিগুলোকে কপি করে গোলাপ ফুলের পাপড়ি গুলোর উপরে লাগিয়ে দেখতে হবে কেমন লাগছে , এটি দেখার জন্যে দুধের ছবি গুলোকে একটু ট্রান্সপারেন্ট করে নিলে ভালো হয় |
যখন দেখবে যে গোলাপের পাপড়ির উপরে দুধের ছবিটা ঠিক মতো বসে গেছে , তখন মাস্ক এর বোতাম টিপে যে অংশটা চাও না, সেটার জন্য কালো রং সিলেক্ট করে ব্রাশ দিয়ে হালকা করে মুছতে থাক....এই ভাবেই  ছবিতে দেখানোর মতো করে গোলাপের আসল পাপড়ি তার সাথে দুধের ছবিটা মিশিয়ে দিতে হবে ...এমন করে যাতে মনে হয় এটি পাপড়ির একটি অংশ |






এরপর আর কি ? হ্যা , দুধের সাদা রংটা কে গোলাপের পাপড়ির রং এর সাথে মেশাতে হবে তো?
খুব সোজা...লেয়ার মেনুর একদম বাম দিকের নিচে FX এ যাও ওখানে ক্লিক করে  গ্রেদিয়ান্ট অভার্লেয় তে গিয়ে লিনিয়ার বার্ন  এ ব্লেন্ড করে নাও....( ছবিতে দেখানো আছে )



এইভাবে বাকি দুধের ফোটো গুলোকেও  এই ভাবে একই পদ্ধতিতে পাপড়ির সাথে মিশিয়ে দাও....দেখো দারুন একটি এফেক্ট তৈরী হবে !





এবার শেষ অংশ....ফোটো টিকে আরও সুন্দর দেখানোর জন্য আমি কিছু ঘোলাটে  গোল গোল বোয়েখ ইমেজ কে নিয়ে গোলাপ ফুল এর ফাইলে গিয়ে পেস্ট করব আর আগের মতই মাস্ক ইফেক্ট বা কিছু অংশ মুছে দেব যাতে গোলাপের পিছনে যেন এই রকম কিছু আউট অফ ফোকাস অংশ দেখা যায়....

ব্যাস ! তোমার তরল গোলাপ তৈরী !

এ ব্যাপারে কোনো কিছু  জানার থাকলে আমাকে মেল কর বা কমেন্টস কর, আমি উত্তর দেব |

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Popular Posts