আজকের বিষয় হল স্টাইল , ফ্যাশন স্টাইল নয় এটি হলো ফটোশপ এর স্টাইল ....সেটি কি ?
সেটি হলো আমরা যখন কোনো টেক্সট টাইপ করি তখন সেটিকে নানান এফেক্টস যেমন রুপোলি বা সিলভার , সোনালী বা সোনার স্টাইলে লেখার জন্যই স্টাইল ব্যবহার করতে হয় |
এই স্টাইল আপনি পাবেন ফটোশপের ডান দিকে লেয়ার মেনুর ( যেখানে আমরা লেয়ার্স দেখতে পাই ) এক দম নিচের বাম দিকে F বা Fx বলে যে গোল মতো আইকন আছে সেটি ই হলো স্টাইলের আইকন - এটির দ্বারা আমরা কোনো জিনিসের যেমন টেক্সট এর উপরে শ্যাডো, বেভেল, গ্লো ইত্যাদি দিতে পারি |
এটি প্রায় সবাই যারা ফটোশপ জানে তারা এই স্টাইল এর ব্যাপারে ছোট খাটো এফেক্টস জানে.... কিন্তু এখানে আমি কিছু রেডিমেড স্টাইল দিচ্ছি যার দ্বারা তোমরা উপকৃত হবে |
ফটোশপের উপরে উইন্ডজ মেনুতে গিয়ে ক্লিক করলে যে পুল ডাউন মেনু বেরোবে তাতেই স্টাইল এর অপশন আছে
, আমার দেওয়া স্টাইল ডাউনলোড করে ড্র্যাগ করে ফটোশপে নিয়ে আসলেই স্টাইল এর মেনু বক্সে সেই সব এফেক্টস দেখা যাবে .... এবার খালি টেক্সট লেয়ারে সিলেক্ট করে নিজের পছন্দ মতো স্টাইল এ ক্লিক করলেই সেই এফেক্ট টি সেই লেয়ার এর উপরে চলে আসবে ....
, আমার দেওয়া স্টাইল ডাউনলোড করে ড্র্যাগ করে ফটোশপে নিয়ে আসলেই স্টাইল এর মেনু বক্সে সেই সব এফেক্টস দেখা যাবে .... এবার খালি টেক্সট লেয়ারে সিলেক্ট করে নিজের পছন্দ মতো স্টাইল এ ক্লিক করলেই সেই এফেক্ট টি সেই লেয়ার এর উপরে চলে আসবে ....
ফটোশপ ফাইল আর স্টাইল ফাইল টির জন্য এখানে ক্লিক কারো
তাহলে আর দেরী কেন ? শুরু হয়ে যাও
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন