সোমবার, ৯ মে, ২০১১

ফটোশপ এ টায়পোগ্রাফিক টেক্সট কি ভাবে বানাবো ?

ফটোশপ এ টায়পোগ্রাফিক  টেক্সট কি ভাবে বানাবো ?
টিউটোরিয়াল - ১

গ্রাফিক্স ডিজাইনিং এর প্রথম ভাগ হল ফটোশপ , অনেকের এই সফট ওয়ার টি খুব সহজ মনে হলেও এর ব্যাপ্তি কিন্তু বিশাল ...
আজকে আমরা শিখব কি ভাবে প্রচুর শব্দ দিয়ে  ভরে একটি  সুন্দর টায়পোগ্রাফিক  টেক্সটবানানো যায় |
এর জন্য আমি ফটোশপ ৭ ব্যবহার করছি... তোমরা কিন্তু যেকোন ভার্সন ব্যবহার করতে পারো |

১. ফটোশপ ওপেন করে ফাইল - নিউ  তে গিয়ে নতুন ফাইল বানাও  , এখানে আমি ৮০০ পিক্সেল প্রস্থ আর ৬০০ পিক্সেল দৈর্ঘ্য নিয়েছি




২. এবারে আমাদের ভাবতে হবে আমরা কি বিষয় নিয়ে টায়পোগ্রাফিক  টেক্সট  বানাবো ?  যেহেতু এখানে আমি গ্রাফিক্স ডিজাইন নিয়ে আলোচনা করছি তাই আমি আমার টাইপো তে কিছু গ্রাফিক্স সম্বন্ধীয় শব্দ ব্যবহার করছি |
আমি  আমার সামনে স্ক্রিনের বাম পাশের টুল বক্স থেকে টেক্সট টুল (T) টি তে ক্লিক করলাম , আর নতুন নতুন লেয়ার নিয়ে এক একটি করে ওয়ার্ড লিখতে লাগলাম... যেমন এখানে আমি লিখেছি - DESIGN, PASSION , ART, GRAPHICS ইত্যাদি , তোমরা যেকোন শব্দ লিখতে পারো |
শব্দ গুলোকে আমি সব আপারকেস মানে বড় হাতের ইংরেজি তে লিখেছি  কারন ছোট হাতের লিখলে অক্ষর গুলোর অসম ভাবের জন্য ডিজাইনটা হয়তো অতটা ভালো নাও লাগতে পারে |

মনে রাখতে হবে শব্দ গুলো যেন সাদা ব্যাকগ্রাউন্ডের  ওপর কালো কালারে লেখা হয় ...কেননা এরপর আমরা এগুলোকে ব্রাশ এ পরিনত করব |

৩. এবারে কিবোর্ডে M বোতাম টি চাপলে বাম দিকের টুল বক্সে রেকটান্গুলার সিলেকশন টি সিলেক্ট হয়ে যাবে | মাউস দিয়ে ড্র্যাগ ( মাউসের বাম দিকের বোতাম টা টিপে রেখে সেটাকে চালনা করার নাম ইংলিশে ড্র্যাগ বলে ) করে ডিজাইন শব্দটির উপরে একটি আয়াতক্ষেত্র তৈরী করো , মানে রেকটান্গুলার সিলেকশন কর |

৪. এরপর উপরের এডিট  মেনু তে গিয়ে ক্লিক করলেই একটি পুল ডাউন মেনু বেরিয়ে আসবে সেখানে ডিফাইন ব্রাশ এ ক্লিক কর , ব্যাস হয়ে গেল নতুন ব্রাশ তৈরী .... এটি কে দেখার জন্য বাম দিকের ব্রাশ আইকন টিকে সিলেক্ট করলেই  উপরের ব্রাশ মেনুতে তোমার তৈরী নতুন ব্রাশ এর ছবি দেখতে পাবে |




৫. এইরকম ভাবে আমরা অন্য শব্দ গুলোকেও নতুন ব্রাসে পরিনত করব | আচ্ছা ব্রাশে কেন পরিনত করছি? কেননা ব্রাশ কে আমরা যেমন খুশি সাইজে বানাতে পারি আর এটিকে বানাবার জন্য বার বার টেক্সট টাইপ করতে হয়না |




৬. আমাদের সব ব্রাশ তৈরী , তাই ডান দিকের লেয়ার মেনুতে অবাঞ্ছিত লেয়ার গুলোর ওপরে মাউস নিয়ে গিয়ে  রাইট ক্লিক করে ওদের ডিলিট করে দেব 

৭. নতুন লেয়ার নেব - ওপরের লেয়ার মেনুতে গিয়ে নিউ -লেয়ার বা ডান দিকের লেয়ার মেনুর নিচে একটি আইকন আছে যার নাম ক্রিয়েট নিউ লেয়ার ... সেখানে ক্লিক করলেই নতুন লেয়ার তৈরী হয়ে যাবে | ফটোশপে সব সময় নতুন নতুন লেয়ার নিয়ে কাজ করা উচিত, তাতে আমাদের যখন খুশি মডিফাই বা পরিবর্তন করার সুবিধা থাকে ....তাই কোনো কিছু নতুন করলেই একটি করে নতুন লেয়ার তৈরী করা উচিত |
এবার তাতে নতুন একটি অক্ষর D টাইপ করব ( কালো কালার  সিলেক্ট করে ) .... এখানে দেখতে হবে যেন ফন্ট টা বোল্ড বা মোটা হয় তাহলে  ডিজাইন টি দেখতে সুন্দর লাগবে |

৮. D লেয়ারের উপর একটি নতুন লেয়ার নেব যাতে ব্রাশ দিয়ে  আমরা টাইপ করব | এবার একটি একটি করে নতুন টাইপ ব্রাশ নিয়ে D এর উপরে ক্লিক করলেই নতুন নতুন টেক্সট তৈরী হবে .... ব্রাশ সাইজ পরিবর্তনের জন্য আমরা ([) লেফট ব্র্যাকেট  ( সাইজ ছোট) আর  (]) রাইট ব্র্যাকেট ( সাইজ বড়) ব্যবহার করতে পারি .... কি বোর্ডে এই দুই  বোতামে চাপ দিলেই প্রয়োজন মতো সাইজ পরিবর্তিত হবে |

ছোট ছোট অক্ষর বানানোর জন্য তোমরা ক্যানভাসটা জুম ইন করে নিতে পারো ...এর শর্টকাট হলো - বড় করার জন্য কন্ট্রোল আর + চিন্হ (CTRL +) ছোট করার জন্য কন্ট্রোল আর - চিন্হ (CTRL -).....কন্ট্রোল তাকে চেপে রেখে - আর + টাকে চাপলেই জুম ইন আর জুম আউট হবে|


৯. এইরকম ভাবে তোমরা নানা রকম ব্রাশের সাহায্যে টায়পোগ্রাফিক  টেক্সট বানাতে পারবে


১০. যেই লেয়ারে D টাইপ করে ছিলাম সেখানে মাউস নিয়ে গিয়ে কন্ট্রোল চেপে লেয়ারটির উপরে লেফট ক্লিক করলে সেটি সিলেক্ট হয়ে যাবে |  এবার ডান দিকের লেয়ার মেনুতে গিয়ে যে লেয়ারে ব্রাশ টাইপ করা হয়েছে সেটিকে কিল্ক করে সিলেক্ট করব আর তারপর লেয়ারের নিচে লেয়ার মাস্ক বলে একটি  ছোট্ট আইকন আছে সেটিকে ক্লিক করব....এতে উপরের ব্রাশ টাইপ লেয়ার টি D এর আদলে সিলেক্ট হয়ে যাবে |

ব্যাস টায়পোগ্রাফিক টেক্সট তৈরী ...!!
এবার কালার বা এফেক্টস দেওয়ার জন্য আমরা এটিকে লেয়ার স্টাইলে গিয়ে গ্রেডিআন্ট কালার দিয়ে আরো সুন্দর দেখতে বানাতে পারি |


টায়পোগ্রাফি করার জন্য অনেক রকম পদ্ধতি আছে... এটি তার মধ্যে একটি.... এই পদ্ধতি তে খুব তাড়াতাড়ি টায়পোগ্রাফিক ডিজাইন বানানো যায় |

তাহলে কেমন লাগলো  আমাকে কমেন্টস দিয়ে জানাও ....আর কিছু জিজ্ঞাসার থাকলে অবশ্যয় আমায় কমেন্টস এ লিখে জানাও.

ভালো থেক সবাই  :-) 

বৃহস্পতিবার, ৫ মে, ২০১১

টাইপোগ্রাফি কি ?

টাইপোগ্রাফি হল টাইপ মানে অক্ষর নিয়ে সাজানোর কলা ও কৌশল | বিভিন্ন ধরণের অক্ষর কে নানা পদ্ধতিতে সাজানো কে ই বলে টাইপোগ্রাফি

যেমন ধরুন আপনার নিজের নামটাকে সোজা ভাবে না লিখে প্রথম অক্ষর টা একটু বড় করে লিখলেন, কিংবা প্রথম অক্ষর টার রং অন্যদের থেকে আলাদা করে দিলেন , এই কৌশল গুলোকেই একত্রে টাইপোগ্রাফি বলা হয়| 

আধুনিক যুগের টাইপোগ্রাফির বৃত্ত টা অনেক বড় যেমন :
১.
টাইপ ডিজাইনিং ( এগুলোকে আর বাংলা অনুবাদ করলাম না ...চলতি ইংলিশ শব্দ গুলো কম্পিউটার এর ভাষায় বুঝতে সুবিধা হবে ) - যেকোন রকমের অক্ষর সাজানো
২. ক্যালিগ্রাফি - অক্ষর চিত্র , এটি প্রাচীন কাল থেকে চলে আসছে , এই পদ্ধতির জন্য দরকার হয় বিশেষ ধরণের তুলি ও কলম | বিশেষ করে চীন ও আরবিক দেশে বহুল প্রচলিত |
৩. গ্রাফিটি - পশ্চিমী আর্ট , এর কোন নির্দিষ্ট নিয়ম নেই , কোনো মিডিয়াম ও নেই... যেভাবে খুশি দুমড়ে মুচড়ে শব্দ কে লেখা যায় | এটি পপ কালচারের এক টি গুরুত্বপূর্ণ অঙ্গ |
৪.পোস্টার ডিজাইন - সিনেমার পোস্টার ডিজাইনে যে ধরণের ফন্ট নেওয়া হয় বা ব্যবহার করা হয় |
৫. টাইটেল অনিমেসান - সিনেমার প্রথমে বা শেষে কলাকুশলী দের নাম দেখানোর জন্য এই ধরণের
টাইপোগ্রাফিব্যবহার করা হয় |
৬. লোগো ডিজাইনিং - যেকোন ধরণের লোগো বা প্রতিক বানানোর জন্য
টাইপোগ্রাফি দরকার হয় |

আসুন কিছু
টাইপোগ্রাফি কাজ দেখে নেওয়া যাক 

বুধবার, ৪ মে, ২০১১

নতুন গ্রাফিক্স ডিজাইনার দের জন্য কিছু উদাহরণ

নতুন গ্রাফিক্স ডিজাইনার দের জন্য কিছু উদাহরণ দেওয়া হল , নতুন দের প্রথম কাজ হলো অনুকরণ করা | প্রথম প্রথম যত পারো নেট থেকে অন্য প্রফেসনাল দের তৈরী ডিজাইন দেখো আর কপি করার চেষ্টা কর .... এটা কিন্তু চুরি করা নয় ,  যদি একদম ওদের মতো করে বানাতে পারো তাহলে অনেক কিছু শেখা যাবে ... তার জন্য যে কোন সফটয়ার ব্যবহার করতে পারো ....


Motion Design Reel-II by Mridul Mondal from Mridul Mondal on Vimeo.

SKY MOVIES CHRISTMAS CAMPAIGN from crashdummy.net on Vimeo.

ROBIN HOOD - BBC SERIES from crashdummy.net on Vimeo.

SUMMER SMILES - COMEDY PROMO from crashdummy.net on Vimeo.

FuseTV - Lay It Down - EndFrame from Ink Project on Vimeo.

Porta - 3D Logo Animation from Victor Ruiz on Vimeo.

GAIA10 - Official Trailer from Steffen K on Vimeo.

ইমাজিনেটিভ লেয়ার্স আজ থেকে বাংলায় !


হ্যালো বন্ধুরা !
কালকে রাতে হটাত করে আমার মাথায় আসলো, যে ব্লগটা আমি বানালাম , সেটা তো একটা সাধারণ ইংলিশ ব্লগ? এতে নতুনত্ব কি আছে?  এই রকম হাজার হাজার ইংলিশ টিউটোরিয়াল আর সোর্সের সাইট আছে শেখার জন্য ....তাই না? 
কিছুক্ষণ মাথা চুলকানোর পর আমি  স্থির করলাম যে এটাকে একটা বাংলা ব্লগ বানাবো.
কেননা আমি একজন বাঙালি , বাংলা মিডিয়ামের ছেলে .... তাই বাংলায় সবকিছু তাড়াতাড়ি বুঝতে পারি :-)
তাছাড়া  গ্রামে গঞ্জে ও শহরে আমার মত অনেকে আছেন যে বাংলায় টিউটরিয়াল পড়তে চান , গ্রাফিক্স এর ব্যাপারে শিখতে চান ....সব কিছু বাংলাতে হলে খুব সহজে বোঝাও যাবে আর মনেও থাকবে....তাই না? 

তাই যেমন ভাবা তেমন কাজ.... আমি আমার ব্লগ কে আজ থেকে বাংলাতে করে দিলাম :-)

শুভ  ব্লগিং  !  

সোমবার, ২ মে, ২০১১

ফটোশপ ফাইল ফ্রি ডাউনলোড !!!

বন্ধুরা ! কিছু ফটোশপ ফাইল দিলাম ডাউনলোড  করার জন্য !
লিঙ্ক গুলো কপি করে আড্রেস বারে পেস্ট কর আর ডাউনলোড করে নাও ....এগুলো শুধুমাত্র নিজেদের ব্যবহার করার জন্য ...এইরকম প্রচুর লিঙ্ক আসবে যেগুলো গ্রাফিক ডিজাইনার দের খুব কাজে লাগবে ....সঙ্গে থেক...আর কোন অসুবিধা হলে আমাকে কমেন্টস দিয়ে জানাও |

শুভ ব্লগিং !






 and here is the link 

http://www.mediafire.com/file/0x8r1otye7myfs2/flower.PSD
http://www.mediafire.com/file/85zwopxby43q3i4/joshely.PSD
http://www.mediafire.com/file/zk4g617nv289vdu/photoframe.PSD
http://www.mediafire.com/file/uowdbiw8lbmys6b/symbol1.zip



মোশন গ্রাফিক্স কি? খায় না মাথায় দেয়?



মোশন গ্রাফিক্স কি? খায় না মাথায় দেয়? 
মোশন গ্রাফিক্স ডিজাইন হল গ্রাফিক ডিজাইনের ই একটি ভাগ বা অংশ , যেটিকে টেলিভিশন, ফিল্ম অথবা অন্য যেকোন নতুন ভিজুয়াল মিডিয়ামের জন্য ব্যবহার করা হয় | যেমন কোন ফিল্ম দেখার আগে আমরা যে টাইটেল এনিমেশন ( কলাকুশলী দের নামের কারিকুরি) দেখি বা টিভি তে কোন সিরিয়াল দেখার আগে যে সেই সিরিয়ালটির নাম এর এনিমেশন দেখি অথবা ওয়েব সাইট এর ব্যানারে যখন কোন নাম ঘুরতে ঘুরতে সামনে আসে.... এইগুলো কেই  মোশন গ্রাফিক্স ডিজাইন বলে |
দুখের কথা হলো, এখনো পর্যন্ত এটি খুব একটা লোক চক্ষুর সামনে আসেনি , আমরা প্রতি নিয়ত আমাদের চোখের সামনে এই মোশন গ্রাফিক্স দেখে চলেছি...কিন্তু জানিনা এটি কি করে হয় বা করা করে | এই আর্ট ফর্ম টা কিন্তু আজকের নয় , কয়েক দশক ধরে এটি চলে আসছে...আশাকরি এই কলাকৃতি টি সৃকৃতি আর খ্যাতি পাবে |


মোশন গ্রাফিক্স ডিজাইনার হতে হলে কি কি সফটয়ার জানা জরুরী? 


আমি প্রথমেই বলব , সফটয়ার জানার আগে জরুরি হল ডিজাইনিং সেন্স | যারা আকতে ভালোবাসো, আল্পনা দিতে ভালোবাসো তাদের জন্য এই ফিল্ড খুব ভালো |
সফটয়ার  এর মধ্যে প্রথম হল এডোবি ফটোশপ , এটি হল ডিজাইনিং এর প্রথম আর প্রাইমারি সফটয়ার |
এরপর আছে আফটার এফেক্টস , সিনেমা ৪ ডি, থ্রি ডি ম্যাক্স , মায়া , লায়টওয়েভ ইত্যাদি |
প্রকৃতপক্ষে , এই ডিজাইনিং এ কোন সফটয়ার বন্ধন নেই...যা খুশি যেরকম পারো ব্যবহার করতে পারো খালি রেজাল্ট ভালো আসলেই হলো |

তাহলে আর কি? আজ থেকেই শুরু করে দাও !!!


IMAGINATIVE LAYERS


Hi Friends!
It has been more then 10 years that daily I used to spend a large chunk of my time by surfing Internet and finding new tutorials and news about graphics.
So, now I have decided to share some of them with you all....isn't it good?
BTW, My name is layers and I love to put my imaginations onto the various layers to create motion graphics design ...That's why people call me motion graphics designer.
well...lets start exploring together the hidden treasures of creative ocean.


Popular Posts