typographic text tutorial লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
typographic text tutorial লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ৯ মে, ২০১১

ফটোশপ এ টায়পোগ্রাফিক টেক্সট কি ভাবে বানাবো ?

ফটোশপ এ টায়পোগ্রাফিক  টেক্সট কি ভাবে বানাবো ?
টিউটোরিয়াল - ১

গ্রাফিক্স ডিজাইনিং এর প্রথম ভাগ হল ফটোশপ , অনেকের এই সফট ওয়ার টি খুব সহজ মনে হলেও এর ব্যাপ্তি কিন্তু বিশাল ...
আজকে আমরা শিখব কি ভাবে প্রচুর শব্দ দিয়ে  ভরে একটি  সুন্দর টায়পোগ্রাফিক  টেক্সটবানানো যায় |
এর জন্য আমি ফটোশপ ৭ ব্যবহার করছি... তোমরা কিন্তু যেকোন ভার্সন ব্যবহার করতে পারো |

১. ফটোশপ ওপেন করে ফাইল - নিউ  তে গিয়ে নতুন ফাইল বানাও  , এখানে আমি ৮০০ পিক্সেল প্রস্থ আর ৬০০ পিক্সেল দৈর্ঘ্য নিয়েছি




২. এবারে আমাদের ভাবতে হবে আমরা কি বিষয় নিয়ে টায়পোগ্রাফিক  টেক্সট  বানাবো ?  যেহেতু এখানে আমি গ্রাফিক্স ডিজাইন নিয়ে আলোচনা করছি তাই আমি আমার টাইপো তে কিছু গ্রাফিক্স সম্বন্ধীয় শব্দ ব্যবহার করছি |
আমি  আমার সামনে স্ক্রিনের বাম পাশের টুল বক্স থেকে টেক্সট টুল (T) টি তে ক্লিক করলাম , আর নতুন নতুন লেয়ার নিয়ে এক একটি করে ওয়ার্ড লিখতে লাগলাম... যেমন এখানে আমি লিখেছি - DESIGN, PASSION , ART, GRAPHICS ইত্যাদি , তোমরা যেকোন শব্দ লিখতে পারো |
শব্দ গুলোকে আমি সব আপারকেস মানে বড় হাতের ইংরেজি তে লিখেছি  কারন ছোট হাতের লিখলে অক্ষর গুলোর অসম ভাবের জন্য ডিজাইনটা হয়তো অতটা ভালো নাও লাগতে পারে |

মনে রাখতে হবে শব্দ গুলো যেন সাদা ব্যাকগ্রাউন্ডের  ওপর কালো কালারে লেখা হয় ...কেননা এরপর আমরা এগুলোকে ব্রাশ এ পরিনত করব |

৩. এবারে কিবোর্ডে M বোতাম টি চাপলে বাম দিকের টুল বক্সে রেকটান্গুলার সিলেকশন টি সিলেক্ট হয়ে যাবে | মাউস দিয়ে ড্র্যাগ ( মাউসের বাম দিকের বোতাম টা টিপে রেখে সেটাকে চালনা করার নাম ইংলিশে ড্র্যাগ বলে ) করে ডিজাইন শব্দটির উপরে একটি আয়াতক্ষেত্র তৈরী করো , মানে রেকটান্গুলার সিলেকশন কর |

৪. এরপর উপরের এডিট  মেনু তে গিয়ে ক্লিক করলেই একটি পুল ডাউন মেনু বেরিয়ে আসবে সেখানে ডিফাইন ব্রাশ এ ক্লিক কর , ব্যাস হয়ে গেল নতুন ব্রাশ তৈরী .... এটি কে দেখার জন্য বাম দিকের ব্রাশ আইকন টিকে সিলেক্ট করলেই  উপরের ব্রাশ মেনুতে তোমার তৈরী নতুন ব্রাশ এর ছবি দেখতে পাবে |




৫. এইরকম ভাবে আমরা অন্য শব্দ গুলোকেও নতুন ব্রাসে পরিনত করব | আচ্ছা ব্রাশে কেন পরিনত করছি? কেননা ব্রাশ কে আমরা যেমন খুশি সাইজে বানাতে পারি আর এটিকে বানাবার জন্য বার বার টেক্সট টাইপ করতে হয়না |




৬. আমাদের সব ব্রাশ তৈরী , তাই ডান দিকের লেয়ার মেনুতে অবাঞ্ছিত লেয়ার গুলোর ওপরে মাউস নিয়ে গিয়ে  রাইট ক্লিক করে ওদের ডিলিট করে দেব 

৭. নতুন লেয়ার নেব - ওপরের লেয়ার মেনুতে গিয়ে নিউ -লেয়ার বা ডান দিকের লেয়ার মেনুর নিচে একটি আইকন আছে যার নাম ক্রিয়েট নিউ লেয়ার ... সেখানে ক্লিক করলেই নতুন লেয়ার তৈরী হয়ে যাবে | ফটোশপে সব সময় নতুন নতুন লেয়ার নিয়ে কাজ করা উচিত, তাতে আমাদের যখন খুশি মডিফাই বা পরিবর্তন করার সুবিধা থাকে ....তাই কোনো কিছু নতুন করলেই একটি করে নতুন লেয়ার তৈরী করা উচিত |
এবার তাতে নতুন একটি অক্ষর D টাইপ করব ( কালো কালার  সিলেক্ট করে ) .... এখানে দেখতে হবে যেন ফন্ট টা বোল্ড বা মোটা হয় তাহলে  ডিজাইন টি দেখতে সুন্দর লাগবে |

৮. D লেয়ারের উপর একটি নতুন লেয়ার নেব যাতে ব্রাশ দিয়ে  আমরা টাইপ করব | এবার একটি একটি করে নতুন টাইপ ব্রাশ নিয়ে D এর উপরে ক্লিক করলেই নতুন নতুন টেক্সট তৈরী হবে .... ব্রাশ সাইজ পরিবর্তনের জন্য আমরা ([) লেফট ব্র্যাকেট  ( সাইজ ছোট) আর  (]) রাইট ব্র্যাকেট ( সাইজ বড়) ব্যবহার করতে পারি .... কি বোর্ডে এই দুই  বোতামে চাপ দিলেই প্রয়োজন মতো সাইজ পরিবর্তিত হবে |

ছোট ছোট অক্ষর বানানোর জন্য তোমরা ক্যানভাসটা জুম ইন করে নিতে পারো ...এর শর্টকাট হলো - বড় করার জন্য কন্ট্রোল আর + চিন্হ (CTRL +) ছোট করার জন্য কন্ট্রোল আর - চিন্হ (CTRL -).....কন্ট্রোল তাকে চেপে রেখে - আর + টাকে চাপলেই জুম ইন আর জুম আউট হবে|


৯. এইরকম ভাবে তোমরা নানা রকম ব্রাশের সাহায্যে টায়পোগ্রাফিক  টেক্সট বানাতে পারবে


১০. যেই লেয়ারে D টাইপ করে ছিলাম সেখানে মাউস নিয়ে গিয়ে কন্ট্রোল চেপে লেয়ারটির উপরে লেফট ক্লিক করলে সেটি সিলেক্ট হয়ে যাবে |  এবার ডান দিকের লেয়ার মেনুতে গিয়ে যে লেয়ারে ব্রাশ টাইপ করা হয়েছে সেটিকে কিল্ক করে সিলেক্ট করব আর তারপর লেয়ারের নিচে লেয়ার মাস্ক বলে একটি  ছোট্ট আইকন আছে সেটিকে ক্লিক করব....এতে উপরের ব্রাশ টাইপ লেয়ার টি D এর আদলে সিলেক্ট হয়ে যাবে |

ব্যাস টায়পোগ্রাফিক টেক্সট তৈরী ...!!
এবার কালার বা এফেক্টস দেওয়ার জন্য আমরা এটিকে লেয়ার স্টাইলে গিয়ে গ্রেডিআন্ট কালার দিয়ে আরো সুন্দর দেখতে বানাতে পারি |


টায়পোগ্রাফি করার জন্য অনেক রকম পদ্ধতি আছে... এটি তার মধ্যে একটি.... এই পদ্ধতি তে খুব তাড়াতাড়ি টায়পোগ্রাফিক ডিজাইন বানানো যায় |

তাহলে কেমন লাগলো  আমাকে কমেন্টস দিয়ে জানাও ....আর কিছু জিজ্ঞাসার থাকলে অবশ্যয় আমায় কমেন্টস এ লিখে জানাও.

ভালো থেক সবাই  :-) 

Popular Posts