ফটোশপ এর ব্রাশ কি ?
ফটোশপ ওপেন করলে বাম দিকের মেনুতে একটি ব্রাশের ছবি দেখা যায়....এই ব্রাশের সাহায্যে আমরা কোনো ছবির উপরে রং করতে পারি অথবা যদি কোনো ছবি বা টেক্সট কে বার বার ব্যবহার করতে চাই তাহলে সেই ছবি বা টেক্সট কে সিলেক্ট করে কাস্টম ব্রাশে পরিনত করা যায় ও বিভিন্ন সাইজে ব্যবহার করা যায়
এখানে আমি কিছু দারুন দারুন কাস্টম ব্রাশের হদিস দিলাম ....এই ব্রাশ গুলোকে ডাউনলোড করে ফটোশপে ড্রাগ ও ড্রপ মানে....মাউস দিয়ে টেনে এনে ব্রাশ মেনুতে নিয়ে গিয়ে ফেললেই হলো....সেগুলোকে ব্যবহার করা যাবে |
এবার থেকে প্রতি মাসে আরও আসবে ......