শনিবার, ২১ মে, ২০১১

সোনায় সোহাগা !

গ্রাফিক্স ডিজাইনার দের অনেক সময় অনেক রকম টেক্সচার দরকার হয়....ধার যদি কোনো ৩ড বা ফটোশপে টেক্সট বানাতে হবে বা নাম লিখতে হবে এবং সেটা সোনার মতো দেখতে হয়....মানে গোল্ডেন বা সোনালী দেখাতে হবে , তাহলে এই টেক্সচার গুলো খুব কাজে লাগবে....













ছবি গুলির উপরে ক্লিক করে এগুলি ডাউনলোড করে নাও আর কাজে লেগে পড় !
 শুভ ব্লগিং !

শুক্রবার, ২০ মে, ২০১১

বিনামূল্যে প্যাটার্ন !!!!!

কিছু বিনামূল্যে প্যাটার্ন  দিলাম ... ডাউনলোড করে নাও.....আর যে কোন ফটো বা  ক্রিয়েশন এর জন্য ব্যবহার করতে পার !













হ্যাপী ব্লগিং !

মঙ্গলবার, ১৭ মে, ২০১১

তরল গোলাপ ফুল !


এইমাত্র ফটোশপে একটি তরল গোলাপ ফুল বানালাম ... কালকেই এর টিউটরিয়াল  আসবে .... 


  সুতরাং এই ব্লগে চোখ রাখুন, রোজ কিছু শেখার সুযোগ পাবেন  |

 

রবিবার, ১৫ মে, ২০১১

দারুন কিছু ফ্রি ফন্ট সাইট !


দারুন কিছু ফ্রি ফন্ট সাইট ! 
আজকে কিছু দারুন ফ্রি ফন্ট এর সাইট এর হদিস দিলাম ....যারা ফটোশপ এ কাজ করেন তাদের জন্য খুব দর্কার্রী এই লিঙ্ক গুলো....বাংলা ফন্ট এর সাইট খুব কম....তবে নতুন যদি  বাংলা ফন্ট সাইট এর কেউ হদিস পান...তাহলে দয়া করে আমাকে কমেন্টসে জানান...নয়তো আমাকে মেল করুন 

প্রথমেই বাংলা ফন্ট এর সাইট : 
৩. mukto bangla font
৪. more bangla

এবার কিছু ইংলিশ ফ্রি ফন্ট সাইট  :
১. http://www.dafont.com/
২. http://www.fontsquirrel.com/
৩.http://www.1001fonts.com/
৪.http://www.fontspace.com/
৫.http://freetypography.com/archives/

ডাউনলোড ফ্রি , তাই ডাউনলোড করেই ফন্ট ফাইল টিকে উইন্ডজ অপারেটিং সিস্টেমের সি ড্রাইভ এ  উইন্ডজ ফোল্ডার এর ভিতরে ফন্ট ফোল্ডারে পেস্ট করে দিন , তাহলেই কাজ হয়ে যাবে |
কোনো প্রশ্ন থাকলে আমাকে জিগ্গেস করতে পারেন  আর কিছু নতুন লিঙ্কস এর ব্যাপারে জানাথাকলে আমাকে মেল অথবা কমেন্টস পোস্ট করে দিন....


ভালো থাকুন সবাই |

বৃহস্পতিবার, ১২ মে, ২০১১

টেক্সচার প্যাক !

আজকে কিছু টেক্সচার প্যাক এর হদিস দেব ! ফটোশপে যখন লোগো ডিজাইন করতে হয় কিংবা যখন কোনো আনিমেশন এক কাজ করতে হয় তখন এই টেক্সচার গুলি খুব কাজে লাগে | 
এগুলি যদিও আমার বানানো নয় কিন্তু শেয়ার করতে দোষ কিসের? আমি কিছু  ফ্রি লিঙ্কস দিলাম  ডাউনলোড করে নিজের কাজে লাগাতে পারো ...এগুলো কিন্তু এক একটা প্যাক এ অনেক গুলো করে ছবি আছে
ছবির নিচে ডাউন লোডের লিঙ্ক দেওয়া আছে ক্লিক করলেই  ডাউনলোড শুরু !






 

এরকম অনেক আছে , দেখো এগুলো কাজে লাগে কিনা ! যদি আরও চাও...পরে আরও লিঙ্ক দেব 

বুধবার, ১১ মে, ২০১১

জল রং এ আঁকা রং চং এ মুখ !

কি করে ফটোশপে একটি সাধারণ ফোটো থেকে  জল রং এর এফেক্ট আনা যায়? 
এই টিউটরিয়াল টি খুব একটা কঠিন নয়, ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে এই রকম এফেক্ট আনা যায় |
প্রথম থেকেই আমি একটু কুঁড়ে স্বভাবের, তাই তাড়াতাড়ি কি করে কাজ করা যায় তার ই রাস্তা খুঁজি .... আমার টিউটরিয়াল গুলো থেকে তাই সব ৫ থেকে ১৫ মিনিটের মধ্যেই  আকাঙ্খিত ফল পেয়ে যাবে :-)
১. শুরু করি একটি সাধারণ ফটোগ্রাফ থেকে ....নিজের মুখের বা অন্য কারোর ফোটো নিয়ে এই ফটোশপে ওপেন করুন  

 ২. এবার ডান দিকের লেয়ার  মেনুর নিচে যে create adjustment লয়ের নামের অপশন আছে সেখানে ক্লিক করে হিউ স্যাচুরেশন ই  ক্লিক করলাম , এর সাথে সাথেই সামনে একটি উইন্ডো খুলে যাবে , সেখানে স্যাচুরেশন টা "০  বা শুন্য " করে দিন ...এইতে ফটোটি সাদা কালো তে রুপান্তরিত হয়ে যাবে |
৩. এবার ডান দিকের লেয়ার  মেনু তে গিয়ে  ফটো লেয়ার টির উপরে  রাইট ক্লিক করে ডুপ্লিকেট বানাতে হবে | তারপর ড্র্যাগ করে হিউ স্যাচুরেশন লেয়ার এর উপরে নিয়ে আসতে হবে ও তার সেটিকে সিলেক্টেড রেখে উপরের মেনু   ফিল্টার এ গিয়ে আর্টিস্টিক - কাট আউট  এ ক্লিক করুন |
ফটোশপ সি এস ৪ বা ৩ এ একটি নতুন বক্স খুলে যাবে , এবারে আমরা ছবিতে দেখানো সেটিংস টির মত পরিবর্তন করে নেব | তারপর ওকে করে দিলে এই এফেক্ট টি লেয়ার প্রয়োগ হয়ে যাবে |
৪. এবার উপরের ছবিটি কে ব্লেন্ডিং বা মিশ্রণ ঘটাতে হবে যাতে আসল ফোটো আর এফেক্টস এর সফল রেজাল্ট পাওয়া যায় | ব্লেন্ডিং অপশন টি পাওয়া যাবে দান দিকের লেয়ার মেনুর  উপরে | নানা রকমের ব্লেন্ডিং প্রক্রিয়া আছে, কিন্তু এখানে আমি অভারলেই টি ব্যবহার করব

৫ . এবারে সম্পূর্ণ ছবিটিকে একটু উজ্জল করার জন্য  বার ডান দিকের লেয়ার  মেনুর নিচে যে create adjustment লেয়ার নামের অপশন আছে সেখানে গিয়ে কার্ভ টি ব্যবহার করতে হবে , এতে কার্ভ নামের একটি নতুন লেয়ার সৃষ্টি হবে , তাতে এই কার্ভ কে উপরে বা নিচে নামিয়ে প্রয়োজন মতো উজ্জলতা ঠিক করতে হবে |
এই adjustment লেয়ার গুলির সুবিধা হলো যখন খুশি এগুলিকে ডিলিট অথবা নিয়ন্ত্রন করা যায় |
৬ . এরপর রং করার পালা , নতুন একটি লেয়ার নিয়ে তাতে ব্রাশ টুল ব্যবহার করে নতুন নতুন রং নিয়ে ছবিটির কিছু কিছু অংশ কে কালার করুন ( যেমন খুশি রং ব্যবহার করা যেতে পারে)
৭ . এটিকে এবার ব্লেন্ডিং করার জন্য ব্লেন্ডিং অপশন এ গিয়ে সফট লাইট এ ক্লিক করুন.... ব্যাস হয়ে গেল আপনার জলরং এফেক্ট |

প্রসঙ্গত বলে রাখি, এর উপরে আরও লেয়ার নিয়ে অথবা নতুন নতুন adjustment লেয়ার ও ব্লেন্ডিং অপশন ব্যবহার করে দেখা যেতে পারে|
 

 সাথে ফটোশপ ফাইল ও দেওয়া রইলো , ডাউনলোড  করে দেখে নিন 


ধন্যবাদ ! ভালো থাকুন :-)

Popular Posts