বুধবার, ১১ মে, ২০১১

জল রং এ আঁকা রং চং এ মুখ !

কি করে ফটোশপে একটি সাধারণ ফোটো থেকে  জল রং এর এফেক্ট আনা যায়? 
এই টিউটরিয়াল টি খুব একটা কঠিন নয়, ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে এই রকম এফেক্ট আনা যায় |
প্রথম থেকেই আমি একটু কুঁড়ে স্বভাবের, তাই তাড়াতাড়ি কি করে কাজ করা যায় তার ই রাস্তা খুঁজি .... আমার টিউটরিয়াল গুলো থেকে তাই সব ৫ থেকে ১৫ মিনিটের মধ্যেই  আকাঙ্খিত ফল পেয়ে যাবে :-)
১. শুরু করি একটি সাধারণ ফটোগ্রাফ থেকে ....নিজের মুখের বা অন্য কারোর ফোটো নিয়ে এই ফটোশপে ওপেন করুন  

 ২. এবার ডান দিকের লেয়ার  মেনুর নিচে যে create adjustment লয়ের নামের অপশন আছে সেখানে ক্লিক করে হিউ স্যাচুরেশন ই  ক্লিক করলাম , এর সাথে সাথেই সামনে একটি উইন্ডো খুলে যাবে , সেখানে স্যাচুরেশন টা "০  বা শুন্য " করে দিন ...এইতে ফটোটি সাদা কালো তে রুপান্তরিত হয়ে যাবে |
৩. এবার ডান দিকের লেয়ার  মেনু তে গিয়ে  ফটো লেয়ার টির উপরে  রাইট ক্লিক করে ডুপ্লিকেট বানাতে হবে | তারপর ড্র্যাগ করে হিউ স্যাচুরেশন লেয়ার এর উপরে নিয়ে আসতে হবে ও তার সেটিকে সিলেক্টেড রেখে উপরের মেনু   ফিল্টার এ গিয়ে আর্টিস্টিক - কাট আউট  এ ক্লিক করুন |
ফটোশপ সি এস ৪ বা ৩ এ একটি নতুন বক্স খুলে যাবে , এবারে আমরা ছবিতে দেখানো সেটিংস টির মত পরিবর্তন করে নেব | তারপর ওকে করে দিলে এই এফেক্ট টি লেয়ার প্রয়োগ হয়ে যাবে |
৪. এবার উপরের ছবিটি কে ব্লেন্ডিং বা মিশ্রণ ঘটাতে হবে যাতে আসল ফোটো আর এফেক্টস এর সফল রেজাল্ট পাওয়া যায় | ব্লেন্ডিং অপশন টি পাওয়া যাবে দান দিকের লেয়ার মেনুর  উপরে | নানা রকমের ব্লেন্ডিং প্রক্রিয়া আছে, কিন্তু এখানে আমি অভারলেই টি ব্যবহার করব

৫ . এবারে সম্পূর্ণ ছবিটিকে একটু উজ্জল করার জন্য  বার ডান দিকের লেয়ার  মেনুর নিচে যে create adjustment লেয়ার নামের অপশন আছে সেখানে গিয়ে কার্ভ টি ব্যবহার করতে হবে , এতে কার্ভ নামের একটি নতুন লেয়ার সৃষ্টি হবে , তাতে এই কার্ভ কে উপরে বা নিচে নামিয়ে প্রয়োজন মতো উজ্জলতা ঠিক করতে হবে |
এই adjustment লেয়ার গুলির সুবিধা হলো যখন খুশি এগুলিকে ডিলিট অথবা নিয়ন্ত্রন করা যায় |
৬ . এরপর রং করার পালা , নতুন একটি লেয়ার নিয়ে তাতে ব্রাশ টুল ব্যবহার করে নতুন নতুন রং নিয়ে ছবিটির কিছু কিছু অংশ কে কালার করুন ( যেমন খুশি রং ব্যবহার করা যেতে পারে)
৭ . এটিকে এবার ব্লেন্ডিং করার জন্য ব্লেন্ডিং অপশন এ গিয়ে সফট লাইট এ ক্লিক করুন.... ব্যাস হয়ে গেল আপনার জলরং এফেক্ট |

প্রসঙ্গত বলে রাখি, এর উপরে আরও লেয়ার নিয়ে অথবা নতুন নতুন adjustment লেয়ার ও ব্লেন্ডিং অপশন ব্যবহার করে দেখা যেতে পারে|
 

 সাথে ফটোশপ ফাইল ও দেওয়া রইলো , ডাউনলোড  করে দেখে নিন 


ধন্যবাদ ! ভালো থাকুন :-)

1 টি মন্তব্য:

  1. if bengali text is not visible, then download any free unicode bengali font and paste into windows- font folder.
    refresh the page and you will be able to see bengali text.

    উত্তরমুছুন

Popular Posts